Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেনচার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

উপজেলা পরিসংখ্যান অফিস

জুড়ী,মৌলভীবাজার।

 www.bbs.juri.moulvibazar.gov.bd

 

নাগরিক ও প্রাতিষ্টানিক সেবা:

নাগরিক ও প্রাতিষ্ঠানিক সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তি স্থান

 সেবা মূল্য ও পরিশোধ পদ্ধতি

 সেবা প্রদানের সময় সীমা

 সংশ্লিষ্ট আইন কানুন ও বিধিমালা

দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা

 নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

  • জসংখ্যার প্রত্যয়নপত্র
  • আদম শুমারির তথ্য কৃষি শুমারি, অর্থনৈতিক শুমারি খানা তথ্য ভান্ডার শুমারি বস্তি শুমারির তথ্য
  • ভাইটাল স্ট্যাটিসটিকস
  • মূল্য ও মজুরী সংক্রান্ত তথ্য
  • প্রধান ও অপ্রধান ফসলের তথ্য
  • স্বাস্থ্য সংক্রান্ত তথ্য
  • শ্রমশক্তি ও শিশু শ্রমের তথ্য
  • জেন্ডার স্ট্যাটিসটিকস
  • শ্ল্পি পরিসংখ্যান
  • ভোক্তার মূল্য সূচক জরিপ তথ্য
  • পরিবেশ পরিসংখ্যান
  • ডিস্ট্রিকস স্ট্যাটিসটিক
  • প্রবাসী আয় ও বিনিয়োগ জরিপ তথ্য
  • দাগগুচ্ছ জরিপ তথ্য
  • জি ও কোড হালনাগাদকরণ তথ্য
  • ক্ষুদ্র নৃগোষ্টী ও আদিবাসীদের তথ্য শিল্প পরিসংখ্যান
  • জেন্ডার পরিসংখ্যান জিডিপির প্রবৃদ্ধি ও হার

আবেদন পত্র প্রাপ্তির পর রেকর্ডভুক্ত করে আবেদনকারীকে রেকর্ড ভুক্তে ইস্যু নম্বর প্রদান করা হয়। অত:পর আবেদন পত্র পরিসংখ্যান কর্মকর্তার নিকট পেশ করা হয়। দায়িত্বে নিয়োজিত কর্মচারী নিদির্ষ্ট ফরমেটে তথ্য উপস্থাপন করেন। পরিসংখ্যা্ন কর্মকর্তার অনুমোদন ও স্বাক্ষরের পর আবেদনকারী ব্যক্তিকে তথ্য প্রদানকরা হয়।

১। নির্দিষ্ট আবেদন ফরম পূরন এবং অন্যান্য কাগজপত্র দাখিল করতে হয়। ২। তথ্য কমিশনের ওয়েব সাইট হতে ফরম সংগ্রহ করতে হয়।

বিনামৌল্যে (তবে সিডি বা ডিস্কে সরবরাহের ক্ষেত্রে তার মূল্য  নগরদ পরিশোধ করতে হয়।

০১-০৩

কর্ম দিবস

১। তথ্য অদিকার আইন ২০০৯

২। তথ্য  অধিকার (তথ্র প্রাপ্তি সংক্রান্ত) বিধিমালা ২০০৯

৩। পরিসংখ্যান আইন ২০১৩

শামীমুল হক

 পরিসংখ্যান  তদন্তকারী

  উপজেলা পরিসংখ্যান অফিস

জুড়ী , মৌলভীবাজার।

মোবাইল নং:০১৯১৫-৫৭০৯১৮

সৌরভ পাল মিঠুন

উপপরিচালক

(ভারপ্রাপ্ত)

জেলা পরিসংখ্যানঅফিস  মৌলভীবাজার।

ফোন নং:০১৭২২২২৭৯৩৩